এক অনন্য ও উদ্দীপনাময় পরিবেশে গত ২৮ নভেম্বর ভিশন বাংলাদেশ-এর নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান সংগঠনের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোঃ সফিক উল্যাহ মানিক এবং সাধারণ সম্পাদক মোঃ মিরাজ উদ্দিন শপথ পাঠ করে দায়িত্ব গ্রহণ করেন।
নেতৃত্বের নতুন অধ্যায় শুরু করতে আরও শপথ নেন:
সহ-সভাপতি: মোঃ হুমায়ুন কবির ও মোঃ মিজানুর রহমান রনি ৷ সহ-সাধারণ সম্পাদক: এ এইচ জাহিদুর রহমান নিশু , সাংগঠনিক সম্পাদক: রেজাউর রহমান রাজাস, হ-সাংগঠনিক সম্পাদক: রাজীবুল হক জন ,কোষাধ্যক্ষ: মশিউর রহমান রাজিব৷
নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানে অন্যান্য সদস্যরাও বক্তব্য দেন। সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির বলেন, “আমাদের একতা ও নিষ্ঠাই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সবাই মিলে একটি সুস্থ সমাজ গড়তে কাজ করব।”
সহ-সাধারণ সম্পাদক এ এইচ জাহিদুর রহমান নিশু বলেন, “ভিশন বাংলাদেশের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করার জন্য আমরা পরিকল্পিত ও প্রগতিশীল উদ্যোগ নেব।” সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রাজা যোগ করেন, “আমাদের মূল লক্ষ্য মানবিক সেবায় আরও বেশি কার্যকর ভূমিকা পালন করা।”
নির্বাচনের প্রতিযোগিতা ও কৃতজ্ঞতা প্রকাশ
সংগঠনের সকল সদস্যদের মধ্য থেকে ১৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। উপস্থিত সদস্যগণ নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানান। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সৈয়দ ফায়সাল আহমেদ এবং অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাঁদের নিরলস প্রচেষ্টা ও দক্ষ পরিচালনার জন্য নির্বাচনটি ছিল আদর্শ উদাহরণ।
সংগঠনের লক্ষ্য ও অঙ্গীকার
ভিশন বাংলাদেশ, একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে, দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়ন, যুব সমাজের ক্ষমতায়ন এবং মানবিক সেবায় কাজ করছে। নবনির্বাচিত কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রতিজ্ঞাবদ্ধ।
সভাপতি মোঃ সফিক উল্যাহ মানিক তাঁর বক্তব্যে বলেন, “সংগঠনের সকল সদস্যদের সঙ্গে নিয়ে আমরা একটি শক্তিশালী ও ইতিবাচক ভিশন বাস্তবায়ন করব।” সাধারণ সম্পাদক মোঃ মিরাজ উদ্দিন বলেন, “সকলের সহযোগিতায় আমরা ভিশন বাংলাদেশকে একটি উদাহরণমূলক সংগঠন হিসেবে গড়ে তুলব।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]