চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের বরাতে জানা গেছে, গ্রেফতারকৃত চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। ভৈরবের মেথরপট্টিতে তার শ্বশুর বাড়ি। সেখানকার উদ্দেশে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে চন্দন ভৈরব থানার হেফাজতে রয়েছেন তিনি।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পর প্রধান আসামি চন্দনকে ধরতে গত দুদিন ধরে ভৈরবে ওঁত পেতে ছিলো ডিবি পুলিশ। অনুসন্ধানে তারা জানতে পারে চন্দনের শ্বশুর বাড়ি ভৈরব এলাকায়। তবে কোনোমতেই তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। গতকাল বুধবার চন্দনের অবস্থান টের পায় ডিবি। এরপর পুলিশকে জানালে সন্ধ্যার পর ভৈরব রেলস্টেশনে সতর্ক অবস্থায় ছিল পুলিশ। পরে মধ্যরাতের দিকে রেলস্টেশন এলাকা থেকেই ওসি শাহিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে।
থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, ভৈরব রেলস্টেশনে এসে চন্দন ঘোরাঘুরি করছিলেন। অপেক্ষা করছিলেন রাত গভীর হওয়ার, গভীর হলে তিনি শ্বশুর বাড়িতে আশ্রয় নিতেন। তার আগেই তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশকে অবগত করা হয়েছে। চট্টগ্রাম থেকে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলেই তাকে তাদের হাতে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]