বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলী খান ও তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান। শোনা যাচ্ছে, করন জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন তিনি। তবে এরই মধ্যে আকর্ষণীয় শরীরে সবার নজর কেড়েছেন সারা। অনেক ভক্তও জুটেছে তার।
এদিকে সারা সম্পর্কে প্রশ্ন করা হলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাইফ জানান, মেয়েকে উপদেশ দিয়েছেন তিনি। ‘হাম তুম’খ্যাত এ অভিনেতা বলেন, ‘আমি তাকে এক সময় বলেছিলাম, শিল্পের প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা কর। আমিরের মতো মানুষের দিকে নজর দাও, তাহলে নিজের নিয়ম তৈরি করতে পারবে। তুমি একটি চিত্রনাট্য নিয়ে ভেনিসের খালের পাড়ে একটি হোটেলে গিয়ে এটি নিয়ে চিন্তা করতে পারো। সৃজনশীল হও বিশ্বকে দেখ। আমার প্রথম সিনেমায় আমি একটি মেয়েকে দেখছিলাম। আমাকে বলা হয়েছিল, তুমি যদি মেয়েটির দিকে তাকানো বন্ধ না করো তাহলে তোমাকে বের করে দেয়া হবে। আমি বলেছিলাম, তাহলে বের করে দিন। কিন্তু অনেক মানুষ রয়েছেন, তারা সেই কথা মেনে নিত।’
এ অভিনেতা মেয়ে সারা ও ছেলে ইব্রাহিমের প্রতি তার ভালোলাগা নিয়েও কথা বলেছেন। সাইফ বলেন, ‘আমি জানি সারা খুবই মেধাবী। সে যখন কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ালেখা করত তার সঙ্গে আলোচনা করতাম, শিল্প এবং ইতিহাসে তার জ্ঞান বেশ ভালো। আমি তাকে সমৃদ্ধ দেখতেই পছন্দ করি। কিন্তু সে সব সময় অভিনয়শিল্পীই হতে চেয়েছে। কিন্তু এটি নিয়ে ভয় ও নিরাপত্তাহীনতা রয়েছে। কিন্তু একজন পিতা হিসেবে আপনি কখনই তাদের ওপর কিছু চাপিয়ে দিতে পারেন না। আপনি শুধু তাদের ভালো শিক্ষা দিতে এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে পারেন। অন্যদিকে ইন্ডাস্ট্রি খুব প্রতিযোগিতামূলক জায়গা এবং কোন ক্যারিয়ার এ সময়ের উপযোগী ইব্রাহিম তা খুব ভালো বোঝে।’
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]