গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপির প্রার্থীসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মুকসুদপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪৮৮ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৪৪৯ জন। ৯টি কেন্দ্রে ৪৫টি বুথে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে প্রতিটি ভোট কেন্দ্রে ১০ জন পুলিশ, ১৭ জন আনসার এবং ৯টি নির্বাচনী কেন্দ্রের জন্য ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।
এ ছাড়া ২ প্লাটুন বিজিবি ও র্যারবের দুটি দল এবং সাতটি ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সী ওহিদুজ্জামান।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]