নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সংক্ষিপ্ত সফরে আগামীকাল ঢাকা আসছেন।
বুধবার বিকেলে ঢাকায় পৌঁছাবেন তিনি। সফরসূচি শেষে ২৭ এপ্রিলই তিনি ফিরে যাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া শ্রমিক অধিকার নিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
একটি বেসরকারি সংস্থার আমন্ত্রণে তাদের উন্নয়নমূলক কাজ দেখতেই ঢাকায় আসছেন ডেভিড ক্যামেরন। এটি তার ব্যক্তিগত সফর।
২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা নিয়ে এক গণভোটে অনুষ্ঠিত হয়। গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষ জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ডেভিড ক্যামেরন। ওই বছরের সেপ্টেম্বরেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন ক্যামেরন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশ সফর করেননি ক্যামেরন। এটা হবে তার জন্য প্রথম বাংলাদেশ সফর।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]