কুমিল্লায় যাত্রীবাহী বাস চাপায় স্বামী-স্ত্রী, সিএনজি চালকসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। সোমবার রাতে কুমিল্লা-নোয়াখালী সড়কের লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে নোয়াখালীগামী ইকোনো পরিবহনের একটি বাস রাত ৯টার দিকে জামতলী এলাকায় কুমিল্লাগামী সিএনজি চালিত একটি অটো-রিক্সাকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়। নিহতরা হচ্ছে লাকসাম উপজেলা সদরের গণ্ডামারা গ্রামের আবদুর রাজ্জাক (৪৫), তার স্ত্রী ঝড়না বেগম (৩৩) এবং রাজ্জাকের শ্বাশুড়ী জেবুন নেছা (৬৫)।
ওই দুর্ঘটনায় আহত সিএনজি চালক বাচ্চু মিয়াকে কুমেক হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় নিহত রাজ্জাকের ছেলে রাজু এবং নিকটাত্বীয় ইসহাককে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমাই হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট ইব্রাহিম খলিল জানান, ইকোনো পরিবহনের বাসটি আটকসহ দুর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয়দের সহায়তায় কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]