গত ১৫ নভেম্বর রাজধানীর ধানমন্ডির একটি বাসায় যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদকে হত্যার ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ- পুলিশ কমিশনার মাসুদ আলম এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, নাঈম, রিফাত ও শাওন। দুই সপ্তাহ পর তাদের গ্রেফতার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আসামিদের দুইজন আব্দুর রশিদের বাসায় ভাড়াটিয়া ছিলেন। দীর্ঘদিন ধরেই ভাড়া সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। জিম্মি করে টাকা আদায়ের জন্যই তারা ডাকাতির পরিকল্পনা করে। চিকিৎসক দম্পতির বাসায় গিয়ে ডাকাতির এক পর্যায়ে বাঁধা দিলে ছুরির আঘাতে আব্দুর রশিদ নিহত হন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]