জাপানের পশ্চিমাঞ্চলীয় তাকাহামায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি চুল্লি বন্ধ করে দেবার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দান্দের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় আদালত এই সিদ্ধান্ত দিয়েছে।
পাঁচ বছর আগে জাপানে ভূমিকম্প এবং সুনামির কারণে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় তৈরি হয়েছিল। সেই সুনামি ও ভূমিকম্পের পাঁচ বছর পূর্ণ হতে যাচ্ছে আর কিছু দিনের মধ্যে।
জাপানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পশ্চিমাঞ্চলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি চুল্লি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। জাপানে এই প্রথমবারের মতো চালু থাকা একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উপর আদালতের নিষেধাজ্ঞা আসলো। এই বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ জানিয়েছে তারা আদালতের এই আদেশের বিরুদ্ধে দ্রুত আপিল করবে।
এই দুটি চুল্লির মধ্যে একটি চুল্লি এরই মধ্যে কারিগরি ত্রুটির কারণে বন্ধ করা হয়েছে। ভূমিকম্প এবং সুনামির কারণে ফুকুশিমার পারমাণবিক কেন্দ্রে বিপর্যয় তৈরি হলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে। নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়।
সে ঘটনার পর জাপানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরাপত্তার বিষয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]