সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ২০ হাজার প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন আইন ভঙ্গের অভিযোগে ১৯ হাজার ৬৯৬ জন প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে সৌদির আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজ।
বিভিন্ন সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনীর যৌথ নিরাপত্তা অভিযানে গত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
এর মধ্যে ৩২ শতাংশ ইয়েমেন, ৬৫ শতাংশ ইথিওপিয়া এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। অপরদিকে বেআইনি ভাবে দেশত্যাগের চেষ্টার সময় আরও ৭১ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া পরিবহনে সহায়তা বা আশ্রয় দেওয়া এবং অবৈধ বাসিন্দাদের নিয়োগসহ বিভিন্ন আইন লঙ্ঘনের কারণে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২২ হাজার ৬৫৮ প্রবাসী যাদের মধ্যে ১৯ হাজার ৬৫১ জন পুরুষ এবং ৩ হাজার ৭ জন নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]