রাজধানীতে ঠান্ডা বাতাস জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সঙ্গে বাজারে সরবরাহ বাড়ছে শীতের সব শাক-সবজির। এতে কমতে শুরু করেছে দাম। বিশেষ করে আঁটিপ্রতি অর্ধেকে নেমেছে শাকের দাম। তাই ক্রেতার মনে একটু হলেও স্বস্তি শুরু হয়েছে।
শুক্রবার খুচরা বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি আঁটি লাল শাক বিক্রি হচ্ছে ১০-২০ টাকা, যা সপ্তাহ আগেও ২০-৩০ টাকা ছিল। প্রতিকেজি পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা, যা আগে ৩০ টাকা ছিল। পুঁইশাক বিক্রি হচ্ছে ১৫-২৫ টাকা আঁটি। লাউ শাকও আঁটির আকারভেদে বিক্রি হচ্ছে ২০-৪০ টাকা।
কয়েক ক্রেতা জানান, রাজধানীতে শীত সেভাবে না পড়লেও বাজারে শাক-সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। দাম কিছুটা কমলেও এখনো বাড়তি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]