ত ১৯ নভেম্বর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। ওই নির্দেশনার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন অটোরিকশা চালকেরা। আজ সকালেও তারা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ প্রসঙ্গে অভিনেতা নিলয় আলমগীর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন।
পোস্টে তিনি অটোরিকশা বিদেশ থেকে আমদানি করা হয় দাবি করে লেখেন: “অটোরিকশা ইমপোর্ট করে দেশে এনে আবার বন্ধ করা হচ্ছে। ইমপোর্ট করার পারমিশন দেয় কে আর বন্ধ করার পারমিশন দেয় কে? অটোরিকশাকে নিয়ে কেনো এই ছিনিমিনি খেলা!”
আজ বৃহস্পতিবার সকাল থেকে আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। মহাখালীতে ট্রেন লাইনে রিকশা রেখে অবরোধ কর্মসূচি পালন করায় রাজধানীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিলয় আলমগীরের দেওয়া এই পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন: ‘‘ বিকল্প কর্মসংস্থান তৈরি না করে অটোরিকশা বন্ধ করা কি উচিত? এতে করে লাখ লাখ মানুষ বেকার হয়ে যাবে। হাজার হাজার পরিবারের আয়ের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আগে বিকল্প কর্মসংস্থান তৈরি করেন।’’
যদিও এ সব কমেন্টের উত্তর দেননি নিলয় আলমগীর।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]