দেয়ালে টেপ দিয়ে আটকানো কলার শিল্পকর্মটি নিলামে ৫২ লাখ ডলারে বিক্রি হয়েছে। বুধবার নিউইয়র্কের সোথোবিতে ডাকা নিলাম থেকে ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের‘কমেডিয়ান’ শিরোনামের শিল্পকর্মটি কিনেছেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সানেটেপ।
২০১৯ সালে মিয়ামি বিচের আর্ট বাসেল মেলায় প্রথম এই শিল্পের আত্মপ্রকাশ ঘটেছিল। ওই সময়ই এটি বিপুল আলোচনার খোরাক হয় এটি। এই আলোচনা সেবার আরো তুঙ্গে ওঠে যখন মেলায় অংশ নেওয়া পারফরম্যান্স শিল্পী ডেভিড দাতুনা কলাটি দেয়াল থেকে নিয়ে খেয়ে ফেলেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে দাতুন জানান, এটিও ছিল তার একটি পারফরম্যান্স আর্ট। পরে অবশ্য আরেকটি কলা একইরকমভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছিল।
বুধবার নিলামে দর শুরু হয়েছিল আট লাখ ডলার দিয়ে। পরে দ্রুত দর বাড়তে শুরু করে। শেষ পর্যন্ত এটি ৫২ লাখ ডলারে গিয়ে ঠেকে। মজার ব্যাপার হচ্ছে, দেয়ালে ঝোলানোর আগে এই কলাটি কেনা হয়েছিল মাত্র ৩৫ সেন্ট দিয়ে।
বিষয়টি স্বীকার করে নিলাম সংস্থ সোথোবি-এর পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ামিতে যে কলা দেখানো হয়েছিল সেই একই কলা পাবেন না এবারের দরদাতারা। কারণ সেই কলা অনেক আগেই কেউ না কেউ খেয়ে ফেলেছে। কিংবা খেয়ে না থাকলে পচে গেছে। কলা পচনশীল হওয়ায় শিল্পটি ধরে রাখার জন্য অবশ্যই কলাটি সময়ে সময়ে বদলে দেওয়ার প্রয়োজন রয়েছে। তাই যিনি এই শিল্পটি এবার কিনে নেবেন তাকে বেশ কয়েকটি কলা এবং একটি টেপের রোল দেওয়া হবে। এই কলা ও টেপের রোলের সঙ্গে একটি প্রশংসাপত্রও দেওয়া হবে। এর বদৌলতে দরদাতা বা ক্রেতা নিজস্ব উদ্যোগে শিল্পটি আবারও তৈরি এবং প্রদর্শনের সুযোগ পাবেন। এছাড়া কলাটি কিভাবে ঝোলাতে হবে সে সংক্রান্ত একটি নির্দেশনা পত্রও থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]