চলতি বছরের শুরুতে নির্মাতা আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মৌসুমী হামিদ। সংসার জীবনে দারুণ সময় পার করছেন তারা। এরই মাঝে এ দম্পতির সংসার ভাঙার গুঞ্জন উড়ছে। এ খবর কানে যেতেই চটেছেন মৌসুমী হামিদ। ক্ষুব্ধ এ অভিনেত্রীর ভাষ্য, “বিয়ের এক বছরও হয়নি। এরই মধ্যে বিবাহবিচ্ছেদের মনগড়া খবর! তারা কি আমাদের ডিভোর্স করাতে চায়?”
প্রশ্ন ছুড়ে দিয়ে মৌসুমী হামিদ বলেন, “এই খবর যদি আমার শ্বশুরবাড়ির লোক দেখে, আত্মীয়স্বজন দেখে, তাহলে কী ভাববে?”
সংসার ভাঙার খবর চাউর হওয়া প্রসঙ্গে মৌসুমী হামিদ জানান, সম্প্রতি একটি অনুষ্ঠানে তাকে দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন করা হলে জানান, তাদের সংসার অনেক ভালো যাচ্ছে। বিয়ের পর তার জীবনটাই বদলে গেছে। সবকিছুর জন্য খুশি তিনি।
পরে তার কাছে জানতে চাওয়া হয়, তারকাদের বিচ্ছেদ প্রসঙ্গে। এ বিষয়ে মৌসুমী হামিদ বলেন, “সেই প্রশ্নে আমার উত্তর ছিল, যেকোনো মানুষের জীবনে সমস্যা থাকতেই পারে। কিন্তু সবার জীবন তো এক নয়, এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে। সেই খবর যখন ঘুরিয়ে–পেঁচিয়ে লেখা হয় আমার বিচ্ছেদ প্রসঙ্গ নিয়ে, তখন মানসিক শক্তিই হারিয়ে যায়।”
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]