আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ডিয়েগো ম্যারাডোনার স্থান উঁচুতে। যাকে নিয়ে ফুটবল বিশ্বের এতো মাতামাতি সেই লিওনেল মেসিও ম্যারাডোনাকে রাখেন গুরুর আসনে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো প্রয়াত এই কিংবদন্তিকে এবার ছুঁয়ে ফেললেন লাউতারো মার্টিনেজ। একই সঙ্গে মেসিও গড়লেন আরেকটি রেকর্ড।
বুধবার (২০ নভেম্বর) ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচে লাউতারোর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ‘আলবিসেলেস্তে’রা। দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে গোলটি করে আর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন ইন্টার মিলান ফরোয়ার্ড।
জাতীয় দলের জার্সিতে লাউতারোর গোল এখন ৩২টি। প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাও জাতীয় দলের জার্সিতে গোল করেছেন সমান ৩২টি। লাউতারোর উপরে থাকা চারজন হলেন- হার্নান ক্রেসপো (৩৪), সার্জিও আগুয়েরো (৪২), গ্যাব্রিয়েল বাতিস্তুতা (৫৪) এবং লিওনেল মেসি (১১২)। এদের মধ্যে মেসিই এখনো খেলে যাচ্ছেন।
লাউতারোর গোলটিতে দারুণভাবে সহায়তা করেছেন মেসি। এই গোলে সহায়তার মাধ্যমে মেসিও নিজের করে নিয়েছেন আরেকটি রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ সংখ্যক গোলে সহায়তা করার তালিকায় যৌথভাবে শীর্ষে জায়গা করে নিয়েছেন মেসি। তার সঙ্গে আছেন আমেরিকার ল্যান্ডন ডোনোভান।
আর্জেন্টিনার জার্সিতে মেসির অ্যাসিস্ট এখন ৫৮টি। সব ধরনের ফুটবল মিলিয়ে ৩৭৯টি। তিনি ছাড়িয়ে গেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের তারকা ফুটবলার ও সাবেক ক্লাব বার্সেলোনার সতীর্থ ঘনিষ্ঠ বন্ধু নেইমারকে। আল হিলাল তারকা জাতীয় দলের হয়ে ৫৭ গোলে সহায়তা করেছেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]