বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড এর উদ্যোগে ওয়েডিং ফেস্টিভ্যাল জনপ্রিয় তারকা, বিশিষ্ট শিল্পপতি ও রাষ্ট্রদূতদের অংশগ্রহণে সম্পুর্ন হয় বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪। মিরর ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিনের জমকালো আয়োজন ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় হোটেল ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের কর্ণধার শাহজাহান ভূইয়া রাজুর সভাপতিত্বে বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ টুরিস্ট পুলিশের প্রধান আবু কালাম সিদ্দিক। এছাড়াও সংগঠন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবিলা নূর, সাফা কবীর, ফারিন খান, বারিশ হকসহ অনেকেই। অনুষ্ঠানে সেলিব্রেটি শো, ব্রাইডাল ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ফিল্ম মেকারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ওয়েডিং ফেস্টিভ্যাল লাইফস্টাইল এক্সপো অ্যাওয়ার্ডে ভূষিত হন পিকেপিক্স মিডিয়া ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি এর কর্ণধার কাব্য আহম্মেদ।
তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশ-চায়না ক্লাব লিমিটেড এবং মিরর ওয়ার্ল্ড ম্যাগাজিনের পক্ষ থেকে আমার এই অর্জন কাজের গতিকে আরো বাড়িয়ে দেবে। বাংলাদেশে ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফি এর প্লাটফর্ম আরো উন্নত হলে কেউ বিদেশে গিয়ে ফটোগ্রাফি করতো না। তাই আমাদের উচিৎ দেশেই এর মান উন্নয়ন করা।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]