ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। তকে ব্যবসাসফল নায়ক হিসাবেই অভিহিত করেন অনেকে। অনেকে আবার বলে থাকেন, শাকিব খানের সিনেমা মানে ঈদ। কেউ কেউ আবার এও মন্তব্য করেন, ঈদে সিনেমাহলে দর্শকরা এমনিতেই যান আর সেই সুযোগটাই কাজে লাগান নির্মাতা, প্রযোজকরা।
কিন্তু ঈদ ছাড়া শাকিব কতটা সফল? এমন প্রশ্ন এর আগে বহুবার উঠেছে। গত ১৫ নভেম্বর শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। মুক্তির চার দিনেই দর্শক খরার মুখে পড়ে যায় সিনেমাটি। যদিও এই সিনেমা নিয়ে বহুদিন আগে থেকেই দেশ-বিদেশে নানামুখী প্রচারণা চালিয়েছিলেন পরিচালক। কিন্তু এতও কোন কাজ হয়নি। শাকিব খান থাকা সত্বেও সিনেমাটি দর্শক টানতে পারেনি।
এটাকে আবার কেউ কেউ এভাবেও বলছেন-এতেই প্রমান হলো, ঈদ ছাড়া শাকিব খান ব্যর্থ। শুধু তাই নয়-সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। রিভিউ’তে কেউ কেউ ব্যাপক প্রশংসা করলেও এর বাস্তব চিত্র ছিল ভিন্ন। কারন-কোন সিনেমা যখন হিট হয়, তা দর্শকদের আগ্রহ এবং হলমুখী হওয়াতেই বুঝা যায়। এ জায়গায় দেখা দিয়েছে ভিন্ন চিত্র। তবে সিনেমার গল্প যে একদমই খারাপ এ কথা বলেননি কেউ।
এদিকে সিনেমাটি মুক্তির পরই পড়ে পাইরেসির কবলে। সামাজিক মাধ্যমে সিনেমাটির ত্রিশ মিনিট থেকে এক ঘন্টার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে পরিচালক অবশ্য আইনী ব্যবস্থা নিচ্ছেন বলেও জানিয়েছেন।
এদিকে-সমালোচকরা বলছেন, ‘দরদ’ দিয়ে শাকিব খান দর্শকদের প্রত্যাশা খুব একটা পূরণ করতে পারেনি। বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি ভারতসহ আরও কয়েকটি দেশে মুক্তি পেয়েছে।
সময়কন্ঠের কলকাতা প্রতিনিধি জানিয়েছেন-ভারতে একেবারেই তলানিতে ‘দরদ’। শাকিবের এই সিনেমা নিয়ে দর্শকদের কৌতুহল নেই বললেই চলে। তবে শুধু এটাও নয়- অনেকে আবার সিনেমা দেখে প্রশংসাও করছেন শাকিব এবং পরিচালকের।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]