পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০টি কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিগুলোর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে।
কোম্পানিগুলো হলো-সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, নাভানা সিএনজি লিমিটেড, বেস্ট হোল্ডিংস লিমিটেড, আমরা নেটওয়ার্কস লিমিটেড, ওয়াটা কেমিক্যালস লিমিটেড, বারাকা পাওয়ার লিমিটেড, আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড, টেকনো ড্রাগস লিমিটেড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড, ওরিয়ন ইনফিউশনস লিমিটেড, মীর আখতার হোসেন লিমিটেড, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, হা ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি, বিডিকম অনলাইন এবং ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেড।
রোববার (১৭ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সামিট পোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানির শেয়ার প্রতি ৮০ পয়সা আয় হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৩৬ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৪ টাকা ৫১ পয়সা।
বসুন্ধরা পেপার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানির শেয়ার প্রতি ১ টাকা ৮০ পয়সা লোকসান হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৯৩ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৫ টাকা ২৮ পয়সা।
বেস্ট হোল্ডিংস: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি ১ পয়সা আয় হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৩৭ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৩ টাকা ৭৯ পয়সা।
আমরা নেটওয়ার্কস: পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানির শেয়ার প্রতি ৩৪ পয়সা আয় হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৮২ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৭ টাকা ৩৫ পয়সা।
বারাকা পাওয়ার: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানির শেয়ার প্রতি ১২ পয়সা আয় হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ২২ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৭৪ পয়সা।
টেকনো ড্রাগস: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানির শেয়ার প্রতি ৬৩ পয়সা আয় হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১ টাকা ৯ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ৮৮ পয়সা (পুনর্মূল্যায়নসহ)।
ফু-ওয়াং সিরামিক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানির শেয়ার প্রতি ৭ পয়সা আয় হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৯ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৪ পয়সা।
জিপিএইচ ইস্পাত: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানির শেয়ার প্রতি ১৪ পয়সা আয় হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৩৪ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫২ টাকা ৬৫ পয়সা।
মুন্নু সিরামিক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানির শেয়ার প্রতি ৮ পয়সা আয় হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৭৪ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮০ টাকা ৬ পয়সা।
ওরিয়ন ফার্মা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি ২৪ পয়সা আয় হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৭৬ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮৯ টাকা ৮৮ পয়সা।
ওরিয়ন ইনফিউশনস: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানির শেয়ার প্রতি ৫৪ পয়সা আয় হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৬৬ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৯৯ পয়সা।
মীর আখতার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আখতার হোসেন লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৩ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি ২৭ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ২১ পয়সা।
ইনডেক্স এগ্রো: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানির শেয়ার প্রতি ১ টাকা ১ পয়সা আয় হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১ টাকা ২ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮৩ টাকা ১৫ পয়সা।
ড্যাফোডিল কম্পিউটার্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানির শেয়ার প্রতি ১৬ পয়সা আয় হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ২০ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৪০ পয়সা।
হা ওয়েল টেক্সটাইলস: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হা ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানির শেয়ার প্রতি ১ টাকা ১৭ পয়সা আয় হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১ টাকা ৩৮ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৯ টাকা ৬৮ পয়সা।
বিডিকম অনলাইন: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানির শেয়ার প্রতি ৩০ পয়সা আয় হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৩৫ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ২৫ পয়সা।
ইউসুফ ফ্লাওয়ার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানির শেয়ার প্রতি ৭৪ পয়সা আয় হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ২ টাকা ১৯ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৪ টাকা ৬৭ পয়সা।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]