মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (৬০) আহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের সমাদ্দার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চিত্রনায়ক রুবেলসহ তার সফর সঙ্গী ভোলার চরফ্যাশন উপজেলার আমেনাবাদ গ্রামের মো. মিন্টুর ছেলে মো. কবির (২৪), একই গ্রামের ওমর ফারুক (৪০) ও ঢাকার কেরানীগঞ্জের জিনজারা আমিরাবাদের মমেন খানের ছেলে সাইফুল ইসলাম (৪২) রয়েছেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি মাইক্রোবাস যোগে বরগুনা জেলার আমতলী যাচ্ছিলেন ঢাকাই সিনেমার প্রবীণ নায়ক রুবেল ও তার শিক্ষার্থীরা। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার নামক এলাকায় আসলে অপরদিক থেকে আসা গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের গাড়িটিকে চাপ দেয়। এসময় গাড়িটি রাস্তার পাশে খাদে নামিয়ে দিলে গাছের সাথে ধাক্কা লাগে এবং গাড়িটির সামনের বেশ কিছু অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা চিত্রনায়ক রুবেল ও তার সফর সঙ্গী ৮ শিক্ষার্থীসহ চালক আহত হন। পরে ২৫০ শয্যা মাদারীপুর জেলা হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে যায়।
চিত্র নায়ক রুবেলের শিক্ষার্থী আহত সাইফুল ইসলাম জানান, সামনের দিক থেকে একটি যাত্রীবাহী বাস অপর একটি গাড়িকে ওভারটেক করে খুব গতিতে আসছিল। এসময় আমাদের চালক নিজেদের বাঁচাতে গাড়িটি খাদে নামালে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা ১০ জনই কিছুটা আহত হন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]