বরগুনা প্রতিনিধি: বরগুনায় জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক প্রতিবাদ কর্মসূচি উপলক্ষে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে জলবায়ু তহবিলে অর্থ প্রদান, যুদ্ধ ও গণহত্যা বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবি জানানো হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বর থেকে সাইকেল র্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নৌবন্দরে সমাপ্তি হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপারস বাংলাদেশ বরগুনা শাখা এবং বরগুনা সাইকেলিং কমিউনিটি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের বরগুনা শাখার সমন্বয়ক সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, ধরা’র সদস্য মোস্তাক আহমেদ, মনোয়ার হোসেন, বরগুনার সাইক্লিং কমিউনিটির এডমিন এহসান আহমাদ নোমান, মডারেটর আবিদ হাসান, সাগর পাড়ি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার নয়ন, যুব বাপা’র সমন্বয়ক মোঃ অলিউল্লাহ আল আমিন, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাজন প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]