বলিউডের পারফেকশনিস্ট বলা হয় আমির খানকে। কিন্তু ক্যারিয়ারের সর্বশেষ সিনেমা ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নেন।
২০২৩ সালের অক্টোবরেই এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন তিনি। পরিচালনা করছেন আর এস প্রসন্ন। এবার আমির জানালেন এ সিনেমার গল্প কেমন, সেটা।
‘তারে জামিন পার’র গল্পে দেখা গেছে, সেই ছোট্ট ছেলেটি প্রতিযোগিতার ভিড়ে কোথাও যেন হারিয়ে যাচ্ছিল, তাকে সঠিক রাস্তা দেখাতে সাহায্য করেছিল তার শিক্ষক রাম শংকর (আমির খান)। দ্বিতীয় কিস্তির গল্পেও খুব একটা পরিবর্তন থাকছে না।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তারে জামিন পার’ যে গল্পের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল, ‘সিতারে জামিন পার’ও অনেকটাই একই রকম গল্পের ওপর তৈরি। তবে দুটি সিনেমার মধ্যে প্রধান পার্থক্য হলো ‘তারে জামিন পার’ সিনেমাটি দর্শককে কাঁদিয়েছে, কিন্তু নতুন কিস্তি দর্শককে হাসাতে বাধ্য করবে।
দ্বিতীয় কিস্তি নিয়ে তিনি আরও বলেন, এ সিনেমাটি ‘তারে জামিন পার’ সিনেমা থেকে অনেকটাই আলাদা এবং এগিয়েও রয়েছে। ‘তারে জামিন পার’-এ ঈশানকে দেখানো হয়েছিল, যে কিছু মানসিক চাপ ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছিল।
‘সিতারে জামিন পার’ সিনেমায় ঠিক একই রকম ১০ জন মানুষকে দেখানো হবে, যারা প্রায় একই রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাবে। ২০১৮ সালের স্প্যানিশ সিনেমা ‘চ্যাম্পিয়ন’র ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এটি। ‘সিতারে জামিন পার’ আমিরের সঙ্গে আরও দেখা যাবে দর্শিল সাফারি এবং জেনেলিয়া দেশমুখকে। সিনেমাটি ২০২৫ সালে মুক্তির সম্ভাবনা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]