বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই জয়ের পর আবারও পয়েন্ট হারালো ব্রাজিল। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে তারা ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। অবশ্য ম্যাচের ৬০ মিনিটে ভিনিসিউস জুনিয়র পেনাল্টি মিস না করলে হয়তো ম্যাচের ফল ভিন্ন হতে পারত।
এই ড্রয়ে ১১ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। সমান ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা আছে দ্বিতীয় স্থানে। এই ম্যাচে সেলেসওরা জয় পেলে উঠে যেতে পারত টেবিলের দ্বিতীয় স্থানে।
ভেনেজুয়েলার মাঠে গোলের দেখা পেতে এদিন ম্যাচের ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ব্রাজিলকে। এ সময় ভেনেজুয়েলার ডি বক্সের সামনে ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে রাফিনহার নেওয়া শট দূরের পোস্টে লেগে জালে জড়ায়।
বিরতির পর অবশ্য সমতা ফেরাতে বেশি সময় নেয়নি ভেনেজুয়েলা। ৪৬ মিনিটে ডি বক্সের মধ্যে বল পেয়ে যান জেফারসন সাভারিনো। তিনি বল বাড়িয়ে দেন বক্সের বাইরে থাকা তেলাসকো সেগোভিয়াকে। তিনি বল পেয়েই ডান পায়ে জোরালো শট নেন। সেটি বাম পাশের উপরের কোণা দিয়ে জালে জড়ায়।
পরের ম্যাচে বুধবার (২০ নভেম্বর) সকালে ঘরের মাঠে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]