এডি পিনব (সিলেট প্রতিনিধি) : সিলেটে জেলায় বেড়ে চলেছে মোটরসাইকেল দূর্ঘটনা এবং মৃত্যুর হার। গতিবেগ বাড়িয়ে চালানো, অদক্ষ চালকের সাথে সাধারণত বাইক এক্সিডেন্টের স্বীকার যাত্রী বেঁচে থাকার সম্ভাবনা কম থাকে।
সিলেটের ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, বিয়ানিবাজার, গোবিন্দগঞ্জ, সুনামগঞ্জে গত এক বছরের সমিকরনে জানা যায়, মোটরসাইকেল দূর্ঘটনায় কবলিত ৩০৬ জন বেপরোয়া গতি বাইক এক্সিডেন্টের জন্য বড় একটি কারণ।
দেশে মোটরসাইকেলের সর্বচ্চো সিসি হচ্ছে ১৬৫ সিসি কিন্তু এই ১৬৫ সিসির মধ্যে কিছু প্রিমিয়াম বাইক আছে যাদের গতি অনেক বেশি। এতে করেও দূর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন অনেকেই ৷
এ ব্যাপারে সড়ক পরিবহন কমিটির চেয়ারম্যান মো: ইয়াসীন (চেয়ারম্যান গ্রেড-১) সময়কন্ঠকে বলেন, শুধু সিলেটে গত অক্টোবর মাসের জরীপ অনুযায়ী ১৩৬ জন মোটরসাইকেল দূর্ঘটনা আহত হয়েছেন গুরতর, যার মধ্যে ২৪ টি গুরুতর দূর্ঘটনার ২৩ জনি নিহত হয়েছেন।
আমরা সব সময় চালকদের ট্রাফিক আইন মেনে চলার নির্দেশনা দেই তার পরো ফিটনেসহীন ও লাইসেন্স ছাড়া চালকেরা গাড়ি চালিয়ে অবৈধ যানজট ও দূর্ঘটনায় কবলিত হোন। আর যারা রাস্তায় বাইক এক্সিডেন্ট করে তাদের বেশির ভাগি লাইসেন্স বিহীন চালক। আমাদের উচিত ট্রাফিক আইন মানা, ওভাডটেক প্রতিযোগিতা ও গাড়ি পূর্ণ চালানো শিখে রাস্তায় আসা।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]