চোর ও পুলিশ দুই পক্ষকেই বিপাকে ফেলছে আইফনের নতুন ফিচার। স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থা বাইপাস করা কঠিন করে তুলছে ফিচারটি। দীর্ঘ সময় আইফোন আনলক করা না হলে নতুন ফিচারের মাধ্যমে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে রিবুট হয়।
গবেষণা সংস্থা ৪০৪ মিডিয়ার বলছে, পুলিশ শুরুতে ভেবেছিল অ্যাপল হয়তো এমন কিছু করেছে, যার মাধ্যমে আইফোন কোনো অন্য ডিভাইসের সংকেত পেয়ে রিবুট হতে পারে।
তবে সাইবার সিকিউরিটি গবেষক জিসকা জানান, নতুন ফিচারটি নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত নয়। ‘ইনঅ্যাক্টিভিটি রিবুট’ ফিচারটির কাজ হলো যদি আইফোনটি একটি নির্দিষ্ট সময়ের বেশি আনলক না করা হয়, তবে তা স্বয়ংক্রিয়ভাবে রিবুট হয়ে যাবে। যখন কোনো আইফোনকে চার দিনের জন্য আনলক করা হয় না, তখন নতুন ফিচারটি ফোনটিকে স্বয়ংক্রিয়ভাবে রিবুট করে দেয়। ফলে চোর বা পুলিশ যদি কোনোভাবে ফোনটি আনলক করে নেয়ও, তার পরও কিছুক্ষণ পর ফোনটি আবার লক হয়ে যাবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]