প্রকাশিত হয়েছে: নভেম্বর ১১, ২০২৪ , ১০:৪৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১১, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ণ
সিনে জগতের মহাগুরু খ্যাত মিঠুন চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন পাকিস্তানি গ্যাংস্টার শাহাজাদা ভাট্টি। এক ভিডিও বার্তায় পাকিস্তানি ওই গ্যাংস্টার জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে প্রাণনাশের শঙ্কা রয়েছে অভিনেতার।
ভারতীয় পিটিসি নিউজ ও আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে সম্প্রতি এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিঠুন। আর সে কারণেই প্রাণনাশের হুমকি দিয়েছেন পাকিস্তানের গ্যাংস্টার।
জানা যায়, প্রাণনাশের হুমকি দেয়া ওই পাকিস্তানি গ্যাংস্টারের নাম শাহাজাদা ভাট্টি। এক ভিডিও বার্তায় শাহাজাদা জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা মন্তব্যের জন্য মিঠুনকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।
শাহাজাদা ভিডিও বার্তায় আরও জানিয়েছেন, আগামী ১০-১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে মিঠুনকে। ক্ষমা না চাইলে মিঠুনের প্রাণনাশ হতে পারে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]