সামসুল হক জুয়েল (গাজীপুর প্রতিনিধি): গাজীপুরের কালীগঞ্জে স্থাণীয় সাংবাদিকেরা সাথে নবাগত ইউএনও তনিমা আফ্রাদ এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান লুলু, সদস্য মো. পনির খন্দকার প্রমূখ। এ সময় অন্যন্যের মাঝে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, ক্রীড়া সম্পাদক মো. শাহ্ নেওয়াজ, সদস্য মো. আলমগীর মোল্লা, সাংবাদিক আব্দুর রহমান ও রিয়াদ হোসেন সহ কালীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আড়িখোলা রেল ষ্টেশনে ট্রেন যাত্রা বিরতি, কালীগঞ্জ হতে ঢাকা ও গাজীপুরে যাতায়াতের জন্য পরিবহন, যানজট নিরসন, কিশোর গ্যাং, অবৈধ ভাবে নদী দখল ও দোষন রোধ, বাজার মনিটরিং ও শিক্ষার পরিবেশ সহ বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ বলেন, আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে এ উপজেলায় যোগদান করেছি। সরকারি সম্পদ রক্ষা ও সরকারি নিয়ম মেনে চলাই আমার একমাত্র কাজ। তিনি কালীগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে যথা সম্ভব পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারে মেধাক্রম তালিকার ১৫৪তম স্থানে থাকা তনিমা আফ্রাদ (১৮০৯৪) ২০১৭ সালের ২ এপ্রিল সরকারী চাকরিতে নিয়োগ পান। তিনি ২০২৩ সালের ২৮ জুলাই থেকে সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালনকালে গত ৪ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়। এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শেরপুর সদর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ বাড়ী নরসিংদী জেলার মনোহরদী।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]