গাজীপুরের কালীগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজে জড়ো হয়।
এরপর গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের নেতৃত্বে র্যালি কালীগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় মিলিত হন।
উপজেলা বিএনপির সভাপতি মো: হুমায়ুন কবির মাষ্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন৷ এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন। উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মো. আলমগীর হোসেন স্বপন এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, খাইরুল আহসান মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা,সাবেক জাসাসের সভাপতি আরিফ ভুইয়া, কাজী মাহবুব হাসান সবুজ, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান, সাধারণ সম্পাদক ইব্রাহীম প্রধান, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমূখ।
এছাড়াও অন্যান্যের মাঝে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক শওকত মেম্বার, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক নয়ন, সাধারণ সম্পাদক মজনু শেখ, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহমেদ নুহু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আহমেদুল কবির নাইম, উপজেলা যুবদলের আহবায়ক আলী নুর হাসান, সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জোবায়ের আহমেদ, সদস্য সচিব সাইফুল ইসলাম সুমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]