সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রিমান্ডে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার(৯ নভেম্বর ) রাত সাড়ে নয়টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।তিনি বলেন, জুনাইদ আহমেদ পলক যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় রিমান্ডে ছিলেন। রিমান্ডে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
এর আগে, আজ শনিবার বিকেলে জুনাইদ আহমেদ পলককে আদালতে তোলা হয়। এ সময় তার ৭ রিমান্ড কার্যকরের নির্দেশ দেন আদালত।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]