চরিত্রে উনি নেতা,
বলতে পারেন যা তা,
হাতে নিতে ক্ষমতা
মুখে মিষ্টি কথা।
প্রতিশ্রুতির সীমা ছাড়িয়ে,
জনগণের মন গলিয়ে,
মসনদে বসে যখন
ক্ষমতা তারই তখন।
জনতার স্লোগান
ভালবাসা বহমান।
অমুক ভাইয়ের চরিত্র,
ফুলের মত পবিত্র।
জনগণের বিপুল ভোটে,
যার ক্ষমতা জোটে,
তার সৌভাগ্য বটে
বেরিয়ে আসে দৃশ্যপটে,
আসল চরিত্র খানা,
মুখোশের আড়ালে
যায় না তাদের চেনা,
বিবিধ অজুহাতে করে
দূরে থাকার বায়না।
বিপদে দিনে জনগণ
তাদের খুঁজে পায় না।
জনগন সব বোকা,
খায় বারবার ধোকা,
ভোট দেবার আগে
তাদের চিনে নিস,
ভদ্রতার মুখোশ পরা,
নেতা চারশো বিশ।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]