দক্ষিণ কেরাণীগঞ্জের খাজা সুপার মার্কেটে সটসার্কিটের দ্বারা আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় চারপাশে ধোঁয়ায় ছড়িয়ে পড়লে মার্কেটের বিভিন্ন গার্মেন্টেসের অন্তত ৫ কর্মচারী আহত হন।
বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতরা হলেন- উজ্জ্বল (২৫), ইব্রাহিম (১৮), রনি (২৭), সামাদ (১৮), মানিক (২৮)।
জানা গেছে, দুপুরে খাজা সুপার মার্কেটের নিচতলায় হঠাৎ অগ্নিকাণ্ড হলে ২য় তলা থেকে নিচে মালামাল সরানোর সময় ধোঁয়ায় আছন্ন হয়ে অসুস্থ হয়ে পড়েন ৫ কর্মচারী। আহত অবস্থায় দুপুর আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
তাদের সহকর্মী আরিফ ও নজরুল জানান, আহতদের চিকিৎসা চলছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]