পশ্চিমবঙ্গের হাওড়ায় আতশবাজির আগুনে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) হাওড়ার উলুবেড়িয়ার বাজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উলুবেড়িয়া পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কালিপূজা উপলক্ষে শুক্রবার রাতে আতশবাজি পুড়িয়ে আনন্দ করছিল শিশু-কিশোররা। হঠাৎ আতশবাজির আগুন পাশের একটি বাড়িতে গিয়ে পড়ে। আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় ঘর থেকে সবাই বের হতে পারলেও তিন শিশু বের হতে পারে না। আগুনে ঝলসে যায় তিনজন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]