এরিক টেন হাগের বিদায়ের পর গুঞ্জন চলছিল ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ নিয়ে। তাতে এগিয়ে ছিলেন পর্তুগালের রুবেন আমোরিম। অবশেষে তাকেই কোচ হিসেবে নিয়োগ দিলো ইংলিশ ক্লাবটি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড।
শুক্রবার (১ নভেম্বর) নিজেদের অফিসিয়াল টুইটার পেজ থেকে আমোরিমের নিয়োগের খবরটি নিশ্চিত করেছে ইউনাইটেড। বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘রুবেন এ মুহূর্তে ইউরোপে রোমাঞ্চ ছড়ানো এবং দারুণভাবে মূল্যায়িত একজন কোচ।’ ৩ বছরের চুক্তিতে ওল্ড ট্র্যাফোর্ডে যাচ্ছেন আমোরিম। থাকবেন ২০২৭ সাল পর্যন্ত।
১১ নভেম্বর দায়িত্ব নিতে ইংল্যান্ড যাবেন আমোরিম। তবে এখনই দলের ভার তার হাতে দিচ্ছে না ইউনাইটেড কর্তৃপক্ষ। আগামী তিন ম্যাচ ইউনাইটেডের ডাগআউট সামলাবেন অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়। টেন হাগের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন সাবেক ডাচ স্ট্রাইকার।
পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে ইউনাইটেডের দায়িত্বে এসেছেন আমোরিম। রিলিজ ক্লজ ১ কোটি ১০ লাখ ইউরো। লিসবনকে বেশ সাফল্য এনে দিয়েছেন তিনি। ২০২০ সালে দায়িত্ব নেওয়ার পর লিসবনকে আমূল বদলে দেন আমোরিম। তার অধীন দুটি লিগ শিরোপাসহ গত ৪ বছরে পাঁচটি ট্রফি জিতেছে পর্তুগিজ ক্লাবটি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]