এবার জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাজ্জাদ রশিদ। একই সঙ্গে তিনি দলটির চাঁদপুর জেলা সহ-সভাপতিসহ সব পদ-পদবী থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।
এর আগে, আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফি পদত্যাগ করেন। রংপুর নগরীর দর্শনা এলাকায় সংবাদ সম্মেলন করে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় সব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।
বিজ্ঞপ্তিতে সাজ্জাদ রশিদ উল্লেখ করেছেন, ‘আমি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ছিলাম। তৃণমূলকে গোছাতে চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছি। দলের দিকে না তাকিয়ে পতিত সরকারের বৈষম্যমূলক নানা আচরণের বিরুদ্ধে সর্বদা নৈতিক অবস্থান গ্রহণ করেছি।
কিন্তু, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর দলীয় পক্ষপাতমূলক ও বৈষম্যমূলক কার্যক্রম, পরস্পরবিরোধী ও অসঙ্গতিপূর্ণ রাজনৈতিক নীতিহীন সিদ্ধান্তের কারণে আমি ক্ষুব্ধ। তাই তাদের প্রতি অনাস্থা ব্যক্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং চাঁদপুর জেলা সহ-সভাপতিসহ সব পদ-পদবী থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যা বিজ্ঞপ্তির মাধ্যমেই কার্যকর হবে।’
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]