পাকিস্তানের বেলুচিস্তানে একটি স্কুলের কাছে রাস্তায় বোমা বিস্ফোরণে পাঁচ শিশু ও এক পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৩ জন, যাদের মধ্যে অধিকাংশই শিশু। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় এ হামলার ঘটনা ঘটেছে। খবর এপির।
স্থানীয় পুলিশপ্রধান ফতেহ মোহাম্মদ জানিয়েছেন, স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি ভ্যান এবং একটি পুলিশের গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে এই বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে সাতজন নিহত হয়। তবে বিস্ফোরণের সঙ্গে কে বা কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকার এবং স্বাস্থ্য সচিব মুজিব উর রহমান আহতদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল, বিএমসি হাসপাতাল এবং কোয়েটার ট্রমা সেন্টারে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রাদেশিক সরকারের মুখপাত্র বেলুচিস্তান স্বরাষ্ট্র দপ্তর থেকে এ ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি বোমা হামলার নিন্দা করে নিহত পুলিশ অফিসার এবং প্রাণ হারানো শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, নিরপরাধ শিশুদের টার্গেট করা অমানবিক কাজ।
ঘটনার পর বোমা নিষ্ক্রিয়কারী দল এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটিকে নিরাপদ করতে কাজ শুরু করে। এর আগে মাস্তুংয়ে জুলাই ও সেপ্টেম্বর মাসেও বন্দুক হামলা হয়। গত জুলাই মাসে মাস্তুং জেলায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১৪ জন আহত হন। পরে সেপ্টেম্বর মাসে সিনিয়র সাংবাদিক নিসার লেহরিকে মাস্তুংয়ের গুলকান্দ এলাকায় গুলি করে হত্যা করা হয়।
স্থানীয় কর্তৃপক্ষের মতে, লেহরি প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন। তবে জমি সংক্রান্ত বিরোধের কারণে তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান প্রেসক্লাবের সভাপতি ফয়েজ দুরানী। তবে এখন পর্যন্ত ওই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]