ঢাকা: জাপানের টোকিওর পশ্চিমে কানাগাওয়া অঞ্চলের সাগামিহারা শহরে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে কমপক্ষে ১৯ জন মারা গেছেন। এসময় আহত হয়েছেন আরও ৪৫ জন, যাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৬ জুলাই) দেশটির একটি সংবাদমাধ্যম পুলিশের বরাত দিয়ে জানায়, প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র সুকুই ইয়ামাউরির এক কর্মচারী স্থানীয় সময় রাত আড়াইটার দিকে ফোন করে বলতে থাকে ‘এক দুর্বৃত্ত ছুরি হাতে ভেতরে প্রবেশ করেছে’।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে ২৬ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে- সে ওই প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]