হিমালয়ের পাদদেশে আবারও উড়লো বাংলাদেশের পতাকা। আরও একবার সাফ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরলো বাংলাদেশের মেয়েরা। অক্ষুন্ন রাখলো শিরোপা। আবারও সেই নেপালকে হারিয়ে।
আজ বুধবার (৩০ অক্টোবর) রাতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ‘নারী সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪’ এ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এমন জয়ে দুটি গোলই করেন ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা।
এর আগে ২০২২ সালে এই নেপালকেই ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল সাবিনা-তহুরারা। এবার তাদের ঝুলিতে উঠলো আরও একটি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা।
এদিন ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। তবে বিরতির পর পরই (৫২ মিনিটে) এগিয়ে যায় বাংলাদেশ। এ সময় আক্রমণে ওঠে লাল-সবুজের জার্সিধারীরা। নেপালের ডি বক্সের সামনে বল পেয়ে যান বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি বাড়িয়ে দেন সামনে থাকা তহুরা খাতুনকে। তহুরা বল বাড়িয়ে দেন ডি বক্সের ভেতরে। দৌড়ে গিয়ে সেটাতে কোনোরকমে ডান পা লাগিয়ে জালে পাঠিয়ে দেন ঋতুপর্ণা চাকমা। তাকে রুখতে আসা নেপালের গোলরক্ষক ও আরেকজন রক্ষণভাগের খেলোয়াড় সেখানেই ভূপাতিত হন। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি বাটলারের শিষ্যরা। ৫৬ মিনিটেই নেপাল ফেরায় সমতা।
৬১ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নেপাল। এ সময় সাবিত্রা ভান্ডারি বাংলাদেশের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। দূরের পোস্টে তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়।
তবে ৮১ মিনিটে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। এ সময় বামদিকে থ্রো পায় বাংলাদেশ। থ্রো থেকে শামসুন্নাহার সিনিয়রের বাড়িয়ে দেওয়া বল পেয়ে যান ঋতুপর্ণা। একটু সামনে এগিয়ে বাম পায়ে লম্বা শট নেন। সেটি নেপালের গোলরক্ষক আনজিলার হাত ছুঁয়েও জালে প্রবেশ করে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]