রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
এছাড়া আরও তিনজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি।
গুলিবিদ্ধরা হলেন-আমীন (২৭), শরীফ (৩২) ও শিশু সাজ্জান (৮)। তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশপাশের বাসিন্দারা জানায়, শনিবার সন্ধ্যায় হঠাৎ জেনেভা ক্যাম্পের ভেতরে গোলাগুলি শুরু হয়। গুলির শব্দে তাজমহল রোড, বাবর রোড ও হুমায়ন রোডের বাসিন্দারা ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। সন্ধ্যার পর থেকে গুলির শব্দে পুরো এলাকার দোকানপাট বন্ধ ও যান চলাচল থমকে যায়। সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ থেমে থেমে চলে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের দুইপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন শিশু ঢাকা মেডিক্যাল চিকিৎসাধীন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]