কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ৷
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশন) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
জাকির হোসেন ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি দ্বিতীয়বার নির্বাচিত হন। ২০১৯ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন জাকির হোসেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]