মিরপুর টেস্টের তৃতীয় দিনে দারুণ ব্যাট করছিল বাংলাদেশ। মনে হচ্ছিল সেদিনই সেঞ্চুরি পেয়ে যাবেন মেহেদী হাসান মিরাজ। তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন নাঈম হাসান। পরে বৃষ্টির কারণে ম্যাচ থামলে শেষ হয় দিনের খেলা। চতুর্থদিনে দারুণ কিছুর স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হয়নি সেটি। উইকেটে নেমে বিশেক্ষণ স্থায়ী হতে পারেনি বাংলাদেশ। সেঞ্চুরির আগে আত্মহুতি দিয়েছেন মিরাজ। তাতে দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট ১০৬ রানের।
এর আগে, তৃতীয় দিনে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৮৩ রান। ৮৭ রানে অপরাজিত ছিলেন মেহেদি হাসান মিরাজ। সেই তিনি এদিন সেঞ্চুরিটাও আদায় করে নিতে পারেননি। পরপর নাঈম ও তাইজুলকে হারিয়ে শেষমেশ নিজেও ফিরেছেন ৯৭ রানে। তাতে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে ৩০৭ রানে। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা একাই শিকার করেছেন ৬ উইকেট। বাকি তিন উইকেট গেছে কেশভ মহারাজের পকেটে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]