অক্টোবর) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
এদিকে পুঁজিবাজারে ধারাবাহিক দর পতনের প্রতিবাদ এবং বিনিয়োগকারীদের পুঁজি রক্ষায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করে রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে স্মারকলিপি দিয়েছেন বিনিয়োগকারীরা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ৪ নম্বর গেটে ‘পুঁজিবাজারের ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের রক্ষার আবেদন’ শিরোনামে স্মারকলিপিটি দেন বাংলাদেশ জনস্বার্থ সুরক্ষা পরিষদের আহ্বায়ক মো. বুলবুল আহমেদ।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯৭.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬০ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ১৮.৫৬ পয়েন্ট কমে ১ হাজার ১৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৪.১৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]