২০২৩ বিশ্বকাপে জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্চিত ও নিয়মের বাইরে গিয়ে ছুটি কাটানোর অভিযোগে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শানোর বিষয়ে জানিয়ে গত ১৫ অক্টোবর তাকে বরখাস্তের বিষয়টি গণমাধ্যমে অবহিত করেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহেমেদ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জুমে জরুরী বোর্ড মিটিং ডেকে বরখাস্তের সিদ্ধান্ত পাস করে বিসিবি। সঙ্গে বাতিল করা হয় ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকা চুক্তি। বরখাস্তের বিষয়ে শোনার পরই হাথুরুসিংহে জানিয়েছিলেন তিনি বিষয়টি খোলাসা করবেন। অবশেষে বিসিবির অভিযোগ নিয়ে দীর্ঘ ব্যাখা দিয়েছেন এই লংকান কোচ। রাইজিংবিডির পাঠকদের জন্য তুলে ধরা হলো।
‘২০২৩ বিশ্বকাপের ম্যাচ চলাকালে একজন খেলোয়াড়ের উপর কথিত হামলা এবং অনুমতি ছাড়া অতিরিক্ত ছুটি নেওয়ার দাবির বিষয়ে আমার সততা এবং পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে তোলা সাম্প্রতিক অভিযোগের ব্যাপারে আমি এই চিঠি লিখছি। এই ব্যাপারে চুপ থেকে আমি এই ধরনের অনুমানভিত্তিক বিষয়টিকে চ্যালেঞ্জ না করে থাকতে পারবো না। আমি বিশ্বাস করি, এই ধরনের বিষয়গুলো স্পষ্ট করা দরকার। আমি আমার কথাগুলো বলতে চাই।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]