বাংলাদেশের ক্রিকেট কিংবদন্তি সাকিব আল হাসান দেশের মাটিতে শেষ টেস্ট খেলে ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন তবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের এই আশাটা পূরণ হচ্ছে না। তার নিরাপত্তার কারণেই আপাতত দেশে ফিরতে পারছেন না তিনি। যদিও বিদায়ী টেস্ট ম্যাচের জন্য তার দেশে ফেরার পরিকল্পনা ছিল, তবে এখন তা অনিশ্চিত বলে নিজেই জানিয়েছেন সাকিব।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘দেশে ফেরার কথা ছিল… কিন্তু এখন হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যই…’
তার এই বক্তব্যে হয়তো শব্দটি থাকলেও অতি নাটকীয় কিছু না হলে তার দেশে ফেরার সম্ভাবনা কম। চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে সাকিব সংবাদমাধ্যমটিকে বলেন, ‘এখন সিদ্ধান্ত চূড়ান্তই বলতে পারেন।’
এটি বোঝায়, দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ার শেষ করার তার ইচ্ছে পূরণ হচ্ছে না। আর যদি কোনো বড় পরিবর্তন না আসে, তাহলে ভারতের বিপক্ষে কানপুরে খেলা ম্যাচটিই হতে যাচ্ছে তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]