দুর্গাপূজার আনন্দে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বলিউড তারকারা এ আনন্দে যেমন নিজেদের ভাসিয়েছেন, তেমনি ভারতীয় বাংলা সিনেমার তারকারাও ব্যতিক্রম নন। রোববার (১৩ অক্টোবর) টলিউডের একঝাঁক তারকা সিঁদুর খেলায় মেতে ওঠেন। যার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছেন সোশ্যাল মিডিয়ায়।
একটি ভিডিওতে দেখা যায়, লাল শাড়ি-গহনা, শাঁখা-সিঁদুরে নতুন বউয়ের সাজে সিঁদুর খেলতে দেখা গেল দর্শনা বণিককে। আর স্বস্তিকা দত্ত পরেছিলেন লালপাড় সাদা শাড়ি ও গহনা। স্বস্তিকা দত্ত যেহেতু বিবাহিত নন, তাই তার সিঁথিতে অবশ্য সিঁদুর ছিল না।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, লালপাড় সাদা শাড়িতে গহনায় সেজে সিঁদুর খেলতে দেখা গেল শুভশ্রী গাঙ্গুলিকে। তাদের সঙ্গে ছিলেন শুভশ্রীর স্বামী-পরিচালক রাজ চক্রবর্তী ও তাদের পুত্র ছোট্ট ইউভান। ফ্লোরাল প্রিন্টের সিল্ক পাঞ্জাবি পরেছিলেন রাজ আর ছোট্ট ইউভান পরেছিল লাল সুতায় কাজ করা সাদা পাঞ্জাবি। আরবানা কমপ্লেক্সের পূজায় সিঁদুর খেলেন শুভশ্রী।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]