উত্তর গাজায় ড্রোন দিয়ে ফিলিস্তিনি শিশুদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল। এ ঘটনায় অন্তত পাঁচ শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা রোববার এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, একটি ইসরায়েলি ড্রোন শাতি শরণার্থী শিবিরের একটি ক্যাফের কাছে খেলতে থাকা শিশুদের ওপর গুলি ছোড়ে। হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছে।
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, আল-ফালুজা এলাকায় পৃথক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।
ইসরায়েলি বাহিনী গত ১০ দিন ধরে উত্তর গাজায় নতুন করে আক্রমণ করছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]