প্রথমে বাংলাদেশকে। এরপর দক্ষিণ আফ্রিকাকে। আজ রোবাবর (১৩ অক্টোবর) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল স্কটল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকলো ইংলিশ মেয়েরা। ৩ ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। শেষ ম্যাচে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের হারাতে পারলে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে যাবা তারা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের মেয়েরা আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১০৯ রান করে। জবাবে মাত্র ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে জিতে যায় ইংল্যান্ডের মেয়েরা।
মায়া বুশিয়ের ৩৪ বলে ১২ চারে অপরাজিত ৬২ ও ড্যানি ওয়েট-হজ ২৬ বলে ৭ চারে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
তার আগে স্কটল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান করেন ক্যাথরিন ব্রাইস। ২৮ বলে ৪টি চারে এই রান করেন তিনি। ৩১ বলে ৩ চারে ২৭ রান আসে সারা ব্রাইসের ব্যাট থেকে। এছাড়া সাসকিয়া হোরলি ১৩, অ্যালিসা লিস্টার ১১ ও মেগান ম্যাককল ১০ রান করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]