মৃত্যুর উল্লাসে বাংলা হাসে
-রোকশানা আক্তার ছায়াময়ী
নেকড়ের দুয়ারে মানুষ গুলো
পায় না খুঁজে ঠাঁয়
মৃত্যুর উল্লাসে বাংলা হাসে
কে নিবে কার দায়
মানুষের রক্তে উৎসব চলে
মুক্তির গান মুখে
বৈষম্যের দরজা দিয়েছি ভেঙে
আমরা আছি সুখে
শ্লোগান মুখর সবাই বলে
স্বাধীন তুমি আমি
রক্ত নিয়ে খেলছে কারা কেউ
কি উত্তর জানি
শান্তির দুয়ারে হাত পেতেছি
শান্ত করো মাগো
রক্ত ধারক সোনার বাংলা
এবার তুমি জাগো।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]