পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় উপজাতি দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার এ হতাহতের ঘটনা ঘটেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলার কুঞ্জ আলিজাই এলাকায় দুটি গোত্রের মধ্যে গোলাগুলির ঘটনায় দুজন আহত হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর সহিংতায় জড়িয়ে পড়ে তারা।
কুররামের ডেপুটি কমিশনার (ডিসি) জাভিদুল্লাহ মেহসুদ বলেন, পাকিস্তান–আফগানিস্তান সীমান্তের কাছে কুঞ্জ আলিজাই পাহাড়ে এবং সেখানকার রাস্তায় গোলাগুলিতে ১৫ জন নিহত হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজাতি কাউন্সিলের সদস্য এবং সাবেক সাংসদ পীর হায়দার আলী শাহ বলেন, উপজাতি গোষ্ঠীর মধ্যে শান্তি চুক্তির জন্য কুররামে উপজাতির গোষ্ঠীর একটি প্রবীন দল এসেছে। তবে সম্প্রাতিক সংঘর্ষের ঘটনাগুলো তাদের মধ্যে শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]