ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আশিষ বিদ্যার্থী। গত বছরের ২৫ মে দ্বিতীয়বার বিয়ে করেন ৬০ বছর বয়সি এই অভিনেতা। কনের নাম রুপালি বড়ুয়া। জীবনের এ পর্যায়ে বিয়ে করায় বিষয়টি বহুল চর্চায় পরিণত হয়। এ নিয়ে দারুণ বিতর্কের মুখে পড়েছিলেন আশিষ।
রুপালিকে বিয়ের পর প্রথম দুর্গাপূজা উদযাপন করছেন আশীষ বিদ্যার্থী। স্ত্রী রুপালি পাশে থাকায় এবারের পূজা বিশেষ হয়ে উঠেছে। তা জানিয়ে আশীষ বিদ্যার্থী বলেন, ‘বিয়ের পর আমাদের প্রথম পূজা। মুম্বাইয়ে রূপালির প্রথম পূজা। পঞ্চমী থেকে উদযাপনে মেতেছি। ওই দিন আমরা পশ্চিম মালাডের ‘ভূমি পার্ক দুর্গোৎসব’ উদ্বোধন করলাম। অনেক দিন পরে ধুনুচি নাচ নেচে দিল খুশ! প্রত্যেক বছর অবশ্য এই পূজায় আমি থাকি। এ বছর বাড়তি আনন্দ আমার পাশে রূপালি। এক চালার দুর্গা প্রতিমা দেখে ও খুব খুশি। আমি খুশি এই পূজার হাত ধরে ছেলেবেলা ফিরে পাওয়ায়।’
আশীষ বিদ্যার্থীর ছোটবেলার পূজা কেটেছে দিল্লিতে। পূজায় অনেকের প্রেম হয়। কিন্তু আশীষের জীবনে প্রেম আসেনি। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘আমার ছেলেবেলা দিল্লির করোলাবাদে যত্নে রাখা। মনে পড়ে, কলেজ সেরেই পূজামণ্ডপে ছুটতাম। খুব ঢাক বাজাতাম। পর্দা টাঙিয়ে সিনেমা দেখানো হতো। আর অঞ্জলি, দেবীর ভোগ। আমি রান্নায়ও হাত লাগাতাম। যে দিন ভোগ রান্না সে দিন সকালে হাতা-খুন্তি নিয়ে পৌঁছে যেতাম নির্দিষ্ট স্থানে। খিচুড়ি, লাবড়ায় মিশে যেত হাসি-ঠাট্টার পাঁচফোড়ন। রান্না আরো সুস্বাদু হতো। প্রায় প্রত্যেক দিন বড় গাড়ি ভাড়া করে সারা শহর চষে ফেলতাম। কপাল খারাপ, একটা প্রেম আসেনি জীবনে! কী করে হবে? দিল্লিতে পাড়া কালচার। সবার নজরেই বেলা কেটে গেল! পূজায় প্রেম হলোই না।’
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]