আর কিছুদিন পরেই দূর্গাপূজা। সেজেগুজে মন্ডপে মন্ডপে ঘুরাঘুরি হবে, অনেক আড্ডা হবে। গরমে মেকআপ গলে সাজগোজ নষ্ট হওয়ার ভয় বেশি থাকে। মেকআপ করলে এমনভাবে করুন যেন তা গলে না যায়। মেকআপ গলে গেলে চেহারা খুব বিভৎস দেখাবে। এই পরিস্থিতি এড়িয়ে যেতে লং লাস্টিং মেকআপের কৌশল জানতে হবে।
ত্বক প্রস্তুত করুন
রুক্ষ ও শুষ্ক ত্বকে ঠিক ভাবে মেকআপ বসে না। তাই সবার আগে ত্বক প্রস্তুত করতে হবে। প্রথমেই ত্বক এক্সফলিয়েট করে নিন। এতে মৃত কোষ দূর হয়ে ত্বক হবে কোমল। এরপর এক টুকরো বরফ ঘষে নিন। বরফ ঘষলে ত্বকের পোরসগুলো বুজে যাবে। এমনকি এই কৌশল মানলে ত্বক ঘেমে মেকআপ নষ্ট হবে না।
পরিষ্কার মুখে টোনার লাগিয়ে নিন। পছন্দের সিরামও লাগাতে পারেন। তবে ময়শ্চারাইজার লাগাতে কিন্তু ভুলবেন না।
ত্বকের ধরন বুঝে প্রাইমার
মেকআপ দীর্ঘস্থায়ী করার অন্যতম রহস্য লুকিয়ে রয়েছে প্রাইমারে। ত্বকের ধরন বুঝে একটি প্রাইমার বেছে নিন। মেকআপ শুরুর আগে তা মুখে লাগান। ভালো করে ব্লেন্ড করে নিন। দেখবেন মুখে ইভেন টোন দেবে এই প্রসাধনী। তাছাড়া এর ছোঁয়ায় মেকআপ টিকে যাবে অনেকক্ষণ। প্রাইমার লাগানো হয়ে গেলে শুরু করুন মেকআপ।
বুঝে শুনে ফাউন্ডেশন লাগান
মেকআপ লং লাস্টিং করার জন্য ফাউন্ডেশন লাগাতে হবে। অনেকেই চড়া মেকআপ পছন্দ করেন। তাই বেশি করে ফাউন্ডেশন লাগান। তবে এর পুরু আস্তরণে ত্বকের ক্ষতি হতে পারে। পাশাপাশি গরমে ফাউন্ডেশন গলে যেতে পারে। গরমে তাই মেকআপের বেস হালকা হওয়াই ভালো। আপনি চাইলে ফাউন্ডেশনের পরিবর্তে সিসি বা বিবি ক্রিমও ব্যবহার করতে পারেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]