আয়ারল্যান্ডের বিপক্ষে তামিমের শুরুটা চিত্তাকর্ষক। স্বপ্ন জাগিয়েছিল দলকে জয়ে এনে দেয়ার। শেষ পর্যন্ত বৃষ্টি বাঁধায় সেই স্বপ্ন পণ্ড হয়ে গেল। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে শনিবার মাঠে নামছে ভিন্ন বাংলাদেশ। এবার তামিমদের নয়, মিশন আয়েশাদের।
পুরুষদের টি-২০ বিশ্বকাপ লড়াই শুরু হয়ে গেছে। নারীরা প্রস্তুতি নিচ্ছে। সেই প্রস্তুতি ম্যাচ খেলতে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এম চিন্নস্বামী স্টেডিয়ামে তাদের ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ নারী ক্রিকেট দল ইতোমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। সেটিতে ৫ উইকেটে হেরেছে তারা। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে নতুন কিছু দেখানোর পালা সালমাদের।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ১৫ মার্চ। ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচটি শুরু হবে চিন্নস্বামী স্টেডিয়ামেই।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]