অবশেষে ঢাকায় ফিরেছেন ঢালিউড তারকা শাকিব খান। তবে তাকে দেখে চেনার উপায় নেই। দাড়িতে মুখ ঢেকে একেবারে ভিন্ন এক রূপ ধারণ করেছেন তিনি। অনেকে বলছেন এটি তার নতুন সিনেমার লুক। তবে কি সত্যিই শেষ হয়েছে তার নতুন সিনেমার শুটিং, নাকি শুরু হবে?
গত (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে ঢাকায় ফিরেছেন শাকিব খান। বিমানবন্দরে আরেক ঢালিউড অভিনেতা অ্যালেকজান্ডার বোর সঙ্গে দেখা গেছে তাকে। এ সময় শাকিবের চোখে ছিল সানগ্লাস ও মাথায় ক্যাপ। বিমানবন্দরে দুজন দুজনকে অভ্যর্থনা জানিয়েছেন, তুলেছেন সেলফি। অনেকে বলছেন নতুন সিনেমা ‘বরবাদ’-এ এই চেহারায় দেখা যাবে শাকিবকে। আবার অনেকে বলছেন, সিনেমার রূপ আগেই ফাঁস করে দেওয়ার মতো অপেশাদার অভিনেতা শাকিব খান নন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]